বিএনপির বিরোধিতা জনগণ আমলে নিচ্ছে না : স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোনো দেশের নির্বাচন ব্যবস্থা শতভাগ ত্রুটিমুক্ত নয়। আমাদের নির্বাচন ব্যবস্থার দোষত্রুটি আমরাই সংশোধন করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কলুষিত করার জন্য আওয়ামী লীগ দায়ী নয়, বিএনপিই দায়ী। দেশের অভূতপূর্ব উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে বলেই সারা বিশ্ব যখন করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নানা ধরনের সমস্যায় জর্জরিত, তখন বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে। কিন্তু বিএনপি সরকারের সাফল্য দেখেও না দেখার ভান করে সমালোচনা করে যাচ্ছে। যদিও তাদের বিরোধিতা জনগণ আমলে নিচ্ছে না।
আজ শনিবার (১৭ জুন) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মাঠে সুশীল সমাজ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।
৭৪ সালে জাহাজভর্তি খাদ্য সাহায্য ফিরিয়ে নিয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদেরকে গণতন্ত্রের ছবক শেখানোর চেষ্টা চলছে।’
তাজুল ইসলাম বলেন, ‘বিগত ১৫ বছর বিদ্যুৎ উৎপাদনের সফলতা বিএনপি দেখে না, তারা শতভাগ বিদ্যুৎতায়নের সুফল দেখে না, ১৫ দিনের সাময়িক সমস্যাকে পুঁজি করতে চায় বলেই এদেশের জনগণ তাদের রাজনীতিকে বর্জন করেছে।’
আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার আর সুযোগ নেই উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘সংবিধান অনুযায়ী পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। এতে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার সোলায়মান চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার প্রমুখ।