চাঁদপুরে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক যুবলীগ কর্মী। একইসঙ্গে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৭ জুন) বিকেলে উপজেলার বাহাদুরপুর চরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন বাবু (৪৮) উপজেলার মোহনপুর ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।
এদিকে, গুলিবিদ্ধ জহির (২০) ও ইমন (১৮) নামের আরও দুজনকে ঢাকা রেফার্ড করা হয়েছে। আহত জহির (৩২) ও বিলকিছ (৩৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করে বলেন, ‘প্রতিবাদ সমাবেশে যাওয়ার সময় মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানের ভাই মতিন ও হাবিবসহ ৩০ থেকে ৪০ জন হামলা চালায়। এ ঘটনায় বাবু নামে এক যুবলীগকর্মী মারা গেছে। অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে।’
মায়ার অভিযোগ প্রসঙ্গে মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানের কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এখানে দুগ্রুপের কোনো সমস্যা নেই। পুরনো আধিপত্য বিস্তার নিয়েই এই সংঘর্ষ হয়েছে। এখানে রাজনৈতিক কোনো ইস্যু নেই। ঘটনাস্থলে আমি নিজেই পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক।’
বিষয়টি নিয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় মুসা নামের একজনকে আটক করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ বাবুর মরেদহ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’