নওগাঁয় বজ্রাঘাতে নিহত ৪
নওগাঁর পত্নীতলা ও পোরশা উপজেলার পৃথক স্থানে বজ্রাঘাতে চারজন নিহত হয়েছে। আজ শনিবার (১৭ জুন) বিকেলে পত্নীতলায় তিনজন ও পোরশায় একজন নিহত হয়।
নিহতেরা হলেন—পত্নীতলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫), একই গ্রামের মো. মোতাহার হোসেন (৩৫), দিবর ইউনিয়নের ছোটমহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯) ও পোরশার নিতপুর সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আজ বিকেলে বৃষ্টির মধ্যে আম বাগানে কাজ করছিলেন ফতেপুর গ্রামের খাদেমুল ও মোতাহার। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজন মারা যান। একই উপজেলার ছোটমহারন্দী গ্রামের মাসুদ রানা বাড়ির পাশের আম বাগানে স্প্রে করে আসার সময় বজ্রাঘাতে মারা যান।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়েছিলেন আজিজুল। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি মারা যান।
পুলিশ বলছে, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়ায় নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দুই থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।