অবৈধ সম্পদ অর্জন : ডিআইজি প্রিজন বজলুর রশীদের সাজা বহাল
অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) প্রিজন বজলুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই রায় থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন তিনি। তবে, সেই মামলায় সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। আজ রোববার (১৮ জুন) বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৩ অক্টোবর জ্ঞাত আয়ের বাইরে তিন কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে গত বছরের ২ নভেম্বর আপিল করেন তিনি। পাশাপাশি জামিনের আবেদন করেন। আবেদনের একদিন পর অর্থাৎ, ৩ নভেম্বর রশীদের খালাস চেয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
২০২০ সালের ২২ অক্টোবর মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১৪ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।