ঈদে ছুটি বাড়ল একদিন
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ জুন (মঙ্গলবার) একদিনের বাড়তি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার (১৯ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়।
সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সে হিসেবে ২৯ জুন ঈদুল আজহার দিন ধরা হয়েছে। ঈদের পরে শুক্রবার ও শনিবার দুইদিন সরকারি ছুটির মধ্যেই পড়েছে। মানুষের ঈদ যাত্রার সুবিধার জন্য ঈদের আগে ২৮ জুনের সাথে আরও একদিন বাড়িয়ে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি দিয়েছে সরকার। এ বিষয়ে দুপুরে মন্ত্রিপরিষদ সচিবের সংবাদ ব্রিফিংয়ের পর প্রজ্ঞাপন জারি করা হবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।