ডিআইজি পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২
পুলিশের ডিআইজি ও তাঁর পিএস এবং পুলিশের কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের প্রধানসহ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার (১৯ জুন) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন চক্রের প্রধান গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নগরভেলা গ্রামের দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬) এবং তাঁর সহযোগী একই জেলার কেতুন এলাকার হৃদয় আহমেদ (৩০)।
পুলিশ সুপার জানান, চক্রের প্রধানের কাছ থেকে সাংবাদিকের পরিচয়পত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, ঢাকা রেঞ্জের ডিআইজি পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন তাঁরা।
পুলিশ সুপার আরও জানান, ডিআইজির পরিচয় প্রতিষ্ঠিত করতে নিজেদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি ঢাকা রেঞ্জের ডিআইজির সরকারি মোবাইল নম্বরে ফরওয়ার্ড করে রাখতেন তিনি। কেউ তাঁকে ফোন দিলে সেই ফোনকলটি ঢাকা রেঞ্জের ডিআইজির সরকারি নম্বরে চলে যেত। এভাবে তিনি বিভিন্ন সাধারণ ব্যক্তি ও সরকারি বিভিন্ন কর্মকর্তাদের কাছে নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিলেন।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, উপপরিদর্শক (এসআই) অনোরার হোসে সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।