পাঁচ দাবিতে রংপুরে তামাকচাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন
পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও ডিসি অফিস ঘেরাও করেছেন রংপুর তামাক চাষি ও ব্যবসায়ী সমিতি।
আজ সোমবার (১৯ জুন) বেলা ১১টায় রংপুর কর কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাও করেন তারা।
তাদের দাবিগুলো হলো, তামাক ক্রয়ের ওপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাকচাষিদের সরকারি কৃষি ঋণ দেওয়া, বিড়িতে অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাক চাষিদের ঋণের নামে ব্রিটিশ আমেরিকার টোব্যাকো কোম্পানির সুদের ব্যবসা বন্ধ করা ও বিদেশে তামাক রপ্তানি বন্ধ না করা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন তামাকচাষি ও ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জামিল আক্তার। মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন, যুগ্মসম্পাদক হারিক হোসেন, প্রচার সম্পাদক শামীম ইসলাম, শ্রমিক নেতা লুৎফর রহমান এবং তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে রংপুর কর কমিশনার শাহীন আক্তার হোসেনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।