দলিল রেজিস্ট্রেশন আইন সংশোধনের দাবি
দলিল রেজিস্ট্রেশন আইন সংশোধনের দাবিতে নওগাঁর ধামইরহাটে একা আন্দোলন শুরু করেছেন আবু সাইদ পলাশ (৩৬) নামে এক ব্যবসায়ী। আজ সোমবার (১৯ জুন) দুপুর ১২টা থেকে ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে প্ল্যাকার্ড নিয়ে একাই তিনি এ আন্দোলন শুরু করেন।
আবু সাইদ পলাশ জেলার ধামইরহাট উপজেলার চকময়রাম গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন।
আবু সাইদ পলাশ জানান, সরকারি গেজেট অনুসারে সরকার নির্ধারিত খরচে দলিল রেজিস্ট্রেশন করা হয় না। দলিল লেখকরা সাধারণ মানুষকে জিম্মি করে সরকার নির্ধারিত খরচের বেশি ফি নিয়ে থাকেন। এই সমস্যা শুধু ধামইরহাটে নয়, সারা দেশের সমস্যা।
আবু সাইদ পলাশ বলেন, ‘আদালতে যদি আইনজীবী ছাড়াই নিজের মামলা নিজে লড়া যায়, তাহলে নিজের দলিল কেন নিজে লেখা যাবে না? তাই যার সক্ষমতা আছে সে যেন নিজের দলিল নিজে লিখতে পারে—এই জন্য দলিল রেজিস্ট্রেশন আইন সংশোধনের দাবিতে আন্দোলনে শুরু করেছি। এতে দলিল লেখক সমিতির হাতে জিম্মি দশা থেকে মুক্তি পাবে দেশের সাধারণ মানুষ।
যত দিন পর্যন্ত দাবি আদায় না হবে তত দিন অবস্থান করে যাবেন জানিয়ে আবু সাইদ পলাশ বলেন, ‘প্রয়োজন হলে প্রতিটি জেলা জেলায় গিয়ে ঘুরব, লিফলেট বিতরণ করব, গণস্বাক্ষর সংগ্রহ করব এই আইন সংশোধনের দাবিতে। এই গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর ও আইনমন্ত্রীর কাছে পাঠাব। প্রয়োজন হলে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করব। আমি আশা করি, যৌক্তিক দাবি আদায়ে দেশের মানুষ আমার পাশে থাকবে। একই সঙ্গে আমার এই আন্দোলনে কেউ যোগ দিতে চাইলে তাকেও স্বাগত জানাব।’
আবু সাইদ পলাশের আন্দোলন যৌক্তিক দাবি উল্লেখ করে ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান বলেন, ‘কেউ জমি কিনতে গিয়ে ধরেন আট হাজার টাকা শতক হলে চার হাজার টাকা রেজিস্ট্রেশন ফি সমিতিতে জমা দিতে হয়। সাধারণ মানুষ ও নিম্ন মধ্যবিত্ত যারা একটু জমিয়ে কিনে তাদের জন্য এটি কষ্টসাধ্য হয়ে গেছে। এই অনিয়মের একটি বিহিত হওয়া দরকার।’