হজে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ২৩ এ। আজ মঙ্গলবার (২০ জুন) মক্কা বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
সদ্যপ্রয়াত হজযাত্রীরা হলেন—মো. আবদুল কুদ্দুস খান (৬৪)। তিনি বন্দবিলা যশোরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইজে০১১৪২৭৫। অপরজন হলেন মো. আবদুল আজিজ (৬৩)। তিনি ধনবাড়ি টাঙ্গাইলের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ০৪৪৮৪৫৮০।
চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১৯ এবং মদিনায় চারজনসহ মোট ২৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও তিনজন নারী।
আজ মঙ্গলবার (২০ জুন) সকাল পর্যন্ত এক লাখ এক হাজার ৬০০ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৮০২ জন সৌদি আরবে গিয়েছেন। এ বছর আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।