ভারত এসে আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, আ.লীগ বিশ্বাস করে না : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারত এসে আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, আওয়ামী লীগ তা বিশ্বাস করে না। এমন উদ্ভট চিন্তা করার কোনো কারণও নেই।’ কোনো শক্তি নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (২০ জুন) রাজধানীর গেন্ডারিয়ার ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন, এর সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কী সম্পর্ক আছে আমি জানি না। তারা কী বিষয়ে কথা বলবেন, সেটাও আমাদের জানার কথা নয়। তাদের সেই আলোচনা বাংলাদেশ বিষয় আছে কি না, সেটা শুধু তারাই জানেন।’
ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কোনো নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে কি না আমার জানা নেই। তারা একটা স্বাধীন ও গণতান্ত্রিক দেশ, আমরাও গণতান্ত্রিক দেশ। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, তারা কি আমাদের সুষ্ঠু নির্বাচনের ছবক দেবে? আমরা তাদের (যুক্তরাষ্ট্র) ভিসা নীতিতে চিন্তিত নই।’
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কাছে সুষ্ঠু নির্বাচন মানে আওয়ামী লীগের পরাজয়। আওয়ামী লীগ পরাজিত হলে তাদের কাছে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে—নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।’ তিনি বলেন, ‘কারও কথায়, দেখানো রূপরেখা, অন্য কোনো শক্তি নির্বাচনে প্রভাবিত করতে পারবে না।’