মোংলায় এক যুগ পর অপারেশন থিয়েটার চালু
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর চলতি মাসে চালু হয়েছে অপারেশন থিয়েটার। গত ১ জুন অপারেশন থিয়েটার চালুর প্রথম দিনেই দুই প্রসূতির সফল সিজার সম্পন্ন হয়। ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত সরকারি এ হাসপাতালে চারটি সফল সিজার সম্পন্ন হয়েছে।
এর মধ্যে ১৯ জুন (সোমবার) সুজনের (৩২) নামে এক ব্যক্তির দুই কুঁচকির দুটি হার্নিয়ার সফল অপারেশন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকালে হাসপাতালে তাঁর হার্নিয়া অপারেশন করেন ডা. সিরাজুম মুনিরা মিতু, ডা. আল মামুন ও ডা. নুরজাহান নিশাত।
ডা. সিরাজুম মুনিরা মিতু বলেন, সুজন অত্যন্ত দরিদ্র হওয়ায় হার্নিয়া রোগ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এরপর গত রোববার তিনি হাসপাতালে এ বিষয়ে সেবা নিতে এলে তাঁকে সোমবার অপারেশন করার পরামর্শ দিলে তিনি তাতে আগ্রহী হন। পরে তাঁর হার্নিয়া অপারেশন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন বলেন, ‘দীর্ঘ এক যুগ পর হলেও আমরা হাসপাতালের অপারেশন থিয়েটারটি চালু করতে পেরেছি। ১ জুন ওটি চালুর পর এ পর্যন্ত চারটি সিজার ও একটি হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আর আগামী সোমবার আরেক রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। গরিব লোকজনের সিজার, হার্নিয়া ও অ্যাপেন্ডিক্স অপারেশন করতে আগে খুলনায় যেতে হতো, যা ছিল তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ধার-দেনার ব্যয় বহুল। এখন নামমাত্র সরকারি ফি দিয়ে এ ধরনের রোগীরা হাসপাতালে প্রতি সোমবার অপারেশন সেবা নিতে পারবেন।’
ডা. শাহীন আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে দায়িত্বরত চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ অন্য স্টাফদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশনের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।