করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৪৬
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৬ জনের। সুস্থ হয়েছে ৯৮ জন।
আজ বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪০ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষাও করা হয় এক হাজার ৬৪০ নমুনা। এর মধ্যে ১৪৬ নমুনায় করোনার অস্তিত্ব মিলেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ৯০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৪১ হাজার ৮৪৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৪৫৮ জন। সুস্থ হয়েছে ২০ লাখ সাত হাজার ৭৪৮ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।