সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের ক্যাম্প পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী
সৌদি আরবের মক্কায় (মিনা ও আরাফাতের ময়দানে) বাংলাদেশি হাজযাত্রীদের ক্যাম্প পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
গতকাল বৃহস্পতিবার (২২ জুন) স্থানীয় সময় বিকেলে আরাফাতের ময়দানে বাংলাদেশি হজযাত্রীদের তাঁবু পরিদর্শন এবং হজের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন ধর্ম প্রতিমন্ত্রী।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা, মক্কার হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফরিদুল হক খান পরে মক্কায় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। বাংলাদেশি হজযাত্রীদের থাকার নির্ধারিত তাঁবুর সুযোগ-সুবিধা ঘুরে দেখেন তিনি। মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় তিনি হজযাত্রীদের সব সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন।
মক্কায় বাংলাদেশ হজ অফিসের তথ্যমতে, আজ শুক্রবার (২৩ জুন) সকাল পর্যন্ত এক লাখ ১৭ হাজার ৯৬৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ২২ হাজার হজযাত্রী পবিত্র হজে অংশগ্রহণ করবেন।
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন ২৩ বাংলাদেশি। তাদের মধ্যে মক্কায় ১৯ ও মদিনায় চারজন মারা যান। এরমধ্যে ২০ জুন পুরুষ ও তিনজন নারী রয়েছে।
আগামী মঙ্গলবার (২৭ জুন) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।