চার হাজার বন্দর শ্রমিক-কর্মচারী ও ৭৭ সাবেক বনদস্যুদের ঈদসামগ্রী বিতরণ
মোংলা বন্দরের জাহাজি ও জেটির শ্রমিক-কর্মচারী এবং সুন্দরবনের আত্মসমর্পণকারী সাবেক বনদস্যুদের মাঝে কোরবানির ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের নিচে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের ৩০৫০ জনকে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এসোসিয়েশন (স্টিভিডরস কোম্পানি) ও ১ হাজার জন জেটি শ্রমিককে এ খাদ্যসামগ্রী প্রদান করেন মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন (সিএন্ডএফ)।
এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এসোসিয়েশনের উপদেষ্টা মোস্তাক আহমেদ মিঠু, সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এমএ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য এইচএম দুলাল, মসিউর রহমান, মাহবুবুর রহমান টুটুল, মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু ও মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খাঁন, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
জাহাজি শ্রমিক-কর্মচারীদেরকে দেওয়া হয়েছে চাল, চিনি, ডাল, আলু, তেল, লবণ, সেমাই ও দুধ। আর জেটি শ্রমিকদের দেওয়া হয়েছে চাল, ডাল, চিনি, তেল, সেমাই, সাবান, দুধ ও লবণ।
এর আগে সকাল ১০টা বন্দরের পিকনিক কর্নার এলাকায় সুন্দরবনের আত্মসমর্পণকারী ৭৭ জন সাবেক বনদস্যুদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে র্যাব-৮ (বরিশাল)। এ সময় র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীরসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সাবেক বনদস্যুদেরকে খাদ্যসামগ্রীর মধ্যে দেওয়া হয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ, আলু ও বাদাম।