আওয়ামী লীগ সরকারের বিদায় এখন একদফা দাবি : এলডিপি মহাসচিব
সরকারের কড়া সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদ বলেছেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বিরোধী দলগুলো দমন করছে। এমন কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারকে বিদায় করাটাই এখন একদফা দাবিতে পরিণত হয়েছে। যেকোনো মুহূর্তে এই সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেবে।
আজ রোববার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন এলডিপি মহাসচিব।
ড. রেদোয়ান আহমদ বলেন, ‘দেশে আইনের শাসন নেই। বিরোধী দলের নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে তার আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সরকারের ইঙ্গিতে সংঘটিত এসব অমানবিক ও ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজপথে আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই।’
রেদোয়ান আহমদ বলেন, ‘আমি গত কয়েকদিন ধরে আমার নির্বাচনি এলাকায় (কুমিল্লার চান্দিনা) কোনো সভা, সমাবেশ ও গণসংযোগ করতে গেলে সেখানে হামলা হচ্ছে। আমাকে কোনো সামাজিক অনুষ্ঠানেও যেতে দিতে চায় না। আমার নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও লাভ হচ্ছে না। তারা কোনো সহযোগিতা করছে না।’
এলডিপি মহাসচিব আরও বলেন, ‘যেভাবে দেশ চলছে সেভাবে চলতে পারে না। আওয়ামী লীগ সরকারকে বিদায় করাটাই এখন আমাদের একদফা দাবিতে পরিণত হয়েছে। মনে রাখতে হবে, কোনো স্বৈরাচার সরকার আপসে ক্ষমতা ছেড়ে যায় না। তাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ঘটানোর বিকল্প নেই। অতীতে যেমন ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে হটিয়েছে। তেমনই এখন সময়ের ব্যাপার মাত্র, যেকোনো মুহূর্তে এই সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেবে।’