এক কোটি পরিবার টিসিবির কার্ডে পাবেন পাঁচ কেজি করে চাল : খাদ্যমন্ত্রী
আগামী মাস অর্থাৎ, জুলাই থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি ওএমএসের চাল পাবেন। একজন কার্ডধারী প্রতিদিন ৩০ টাকা কেজি দরে চাল নিতে পারবেন পাঁচ কেজি। আজ রোববার (২৫ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বোরো সংগ্রহের অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন। আগামী জুলাই থেকে অন্য পণ্যসামগ্রীর সঙ্গে তারা পাঁচ কেজি করে চাল পাবেন। ওএমএস ডিলাররা তাদের এ চাল সরবরাহ করবেন।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ওএমএস কর্মসূচির আওতায় কার্ডধারী ব্যক্তি দিনে ৩০ টাকা কেজি ধরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারেন।’