সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপিনেতা ড. মোশাররফ হোসেন
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানে ঢাকা থেকে সিঙ্গাপুর উদ্দেশে যাত্রা করেন।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।
ব্রেইন স্ট্রোক করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে আট দিন চিকিৎসাধীন ছিলেন ড. মোশাররফ হোসেন। তিনি এভার কেয়ার হাসপাতাল চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর ন্যাশানাল হাসপাতালে চিকিৎসা নেবেন।
এই বিএনপিনেতার সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।