ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কাজী খালেদ রবিন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) রাত ১০টার দিকে শহরের কলেজ রোডে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন গোরস্তান মসজিদের সামনের সড়ক দিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা বেপরোয়াভাবে কলেজ মোড়ের দিকে চালিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলচালক কাজী খালেদ রবিন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে অটোরিকশার চালকসহ চার যাত্রী আহত হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।