বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাল রুশ দূতাবাস
ঢাকার রুশ দূতাবাস বলেছে, বাংলাদেশে ঈদুল আজহার চেতনা পুরোপুরি অনুভব করা যায়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে মানবিক সম্পর্ক উন্নয়নে মুসলিম সম্প্রদায়ের অবদানের প্রশংসা করে রাশিয়া।
গতকাল মঙ্গলবার (২৭ জুন) দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানান।
একাতেরিনা সেমেনোভা বলেন, ‘এই আনন্দময় উৎসব সুখ, সমৃদ্ধি ও সব প্রতিকূলতাকে অতিক্রম করার শক্তি বয়ে আনুক। ঈদ মোবারক!’
একাতেরিনা সেমেনোভা আরও বলেন, ‘রাশিয়ার দূতাবাস ও আমার পক্ষ থেকে বাংলাদেশি মুসলমানদের পাশাপাশি হজ পালনকারী সব মুসলমানকে ঈদুল আজহা উপলক্ষে আমার উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই।’
এই রুশ কূটনীতিক বলেন, ‘এই উৎসব সব সময় ইতিবাচক উদ্যোগ এবং সহানুভূতি, আত্ম-উন্নতি ও আত্মিক উন্নয়নের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে।’
সেমেনোভা বলেন, ‘কীভাবে ধর্মীয় সহনশীলতা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রচার এবং অন্যান্য বিশ্বাস ও সম্প্রদায়ের মধ্যে সংযোগ তৈরি করা যায়, তা গুরুত্বপূর্ণ।’
একাতেরিনা সেমেনোভা বলেন, ‘বাংলাদেশের মুসলমানরা কীভাবে তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে এই উৎসব উদযাপন করতে সমবেত হয়, তা দেখাটাও আনন্দের বিষয়।’
রাশিয়ার এই কূটনীতিক বলেন, ‘প্রত্যেকে এখানে অন্যকে সাহায্য করার উদারতা ও আতিথেয়তার মাধ্যমে এই (ইদের) ছুটির চেতনাকে সম্পূর্ণরূপে অনুভব করতে পারে।’