চাঁদপুরে ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। আজ বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর শায়েখ মো. আরিফ চৌধুরী।
পীর শায়েখ মো. আরিফ চৌধুরী জানান, ১৯২৮ সার থেকে বিশ্ব মুফতি আল্লামা ইসহাক (রহ.) এর প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সাদ্রা ঐতিহাসিক দরবার শরীফের ধর্মপ্রাণ মুসলমানরা সর্বপ্রথম নবচন্দ্র দর্শনের নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে প্রতিবছরই রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ ধর্মীয় সব উৎসব উদযাপন করে আসছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের সাড়ে পাঁচানী, দেওয়ানকান্দি পাচানী, সাতানী, লতরদি, মোহাম্মদপুর, মোহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করছে।