ফেনীতে ট্রান্সফরমার চোরচক্রের ১০ সদস্য গ্রেপ্তার
চাষাবাদে কৃষকদের সহায়তার জন্য ফেনীজুড়ে সেচ প্রকল্পের আওতায় নদীর ধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার বসায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে, চুরি হতে থাকে ট্রান্সফরমার। একে একে চুরি হয় ১৮৭টি বৈদ্যুতিক ট্রান্সফরমার। অবশেষে, চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিও দিয়েছে তারা। আর আজ বুধবার (২৮ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।
গ্রেপ্তারের সময় ওই ১০ জনের কাছ থেকে ৪৫ কেজি তামার তার, চোরাই কাজে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ফেনী জেলা পুলিশ সুপার বলেন, ‘বেশ কিছুদিন থেকে জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সোনাগাজী এলাকায় পাউবোর সেচ প্রকল্পের জন্য নদীর পাড়ে লাগানো ১৮৭টি ট্রান্সফরমার চুরি করে একটি সংঘবদ্ধ চোরের দল। এতে করে গত মৌসুমে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এসব চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানার চুরির মামলা করা হয়।’
জাকির হাসান বলেন, ‘দীর্ঘ তদন্ত শেষে চোর চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার অভিযান শুরু করে। ১০ জনকে গ্রেপ্তার করা হলেও চক্রটির আরও বেশ কিছু সদস্যকে পলাতক রয়েছে। পুলিশি অভিযানের খবর পেয়ে আত্মগোপন চলে গেছে তারা। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’