ময়মনসিংহে বৃষ্টিতে ঈদের নামাজ আদায়
ময়মনসিংহে বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় বৃষ্টিতে ভিজে জামাতে অংশগ্রহণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ অহমেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস ও জেলা প্রশাসক এনামুল হকসহ মুসল্লিরা।
নামাজ শেষে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও শহরের বড় মসজিদ, আকুয়া মার্কাজ মসজিদ, চরপাড়া জামিয়া ইসলামিয়া, সেনানিবাস জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ ময়মনসিংহ জেলায় এবারে এক হাজার ২৪টি মসজিদ এবং দুই হাজার ৩২টি মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।