ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় শহরের কাজীপাড়ায় জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর।
নামাজে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাসহ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এছাড়া শহরের টেংকের পাড় জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদ, শেরপুর জামে মসজিদসহ জেলায় এক হাজার ১০৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের আনুষ্ঠানিকতা শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসল্লিরা কোরবানি দেন।