২৪ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ হবে : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কোরবানির পর ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের সব প্রস্তুত নেওয়া হয়েছে। বর্জ্য অপসারণ করতে দুই সিটি করপোরেশন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে প্রায় ১০ হাজার জনবল নিয়োজিত থাকবে।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র তাপস। ঈদের নামাজের এ জামায়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।
মেয়র শেখ তাপস বলেন, ‘ঈদের দিন সকাল থেকেই রাজধানীতে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আশঙ্কা মাথায় রেখেই আমরা জাতীয় ঈদগাহ মাঠে সুষ্ঠুভাবে নামাজ আদায়ের ব্যবস্থা করেছি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নামাজ আদায়ের সুন্দর পরিবেশ ছিল।’
২৪ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘আমরা আগে থেকে কোরবানির পরপরই পরিচ্ছন্ন করার সব আয়োজন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই এই বর্জ্য অপসারণ করতে পারব।’