কোরবানি পশুর চমড়া কত দামে বিক্রি করবেন জেনে নিন
রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে পশু জবাই চলছে। বিক্রি হচ্ছে পশুর চামড়া। বাণিজ্য মন্ত্রণালয় এবার কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা এবং খাসি ১৮-২০ টাকা এবং বকরি ১২-১৪ টাকা দাম নির্ধারণ করে দিয়েছে। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া এ দামে কিনবেন ট্যানারি মালিকরা।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় মৌসুমী চামড়া ব্যবসায়ীরা গরু ও ছাগলের চামড়া ক্রয় করছেন।
মৌসুমি ব্যবসায়ীদের চামড়া কেনা নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি এড়াতে সমাধান দিয়েছেন পুরান ঢাকার পোস্তার কাঁচাচামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিনস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সাধারণ সম্পাদক হাজি মো. টিপু সুলতান। মৌসুমি ব্যবসায়ীরা কেমন দামে মাঠ পর্যায়ে অর্থাৎ লবণ ছাড়া চামড়া কিনবেন তার একটা ধারণা দিয়েছেন তিনি।
হাজি মো. টিপু সুলতান বলেন, ‘সরকার বেঁধে দিয়েছে লবণযুক্ত চামড়ার দাম। মৌসুমি ব্যবসায়ীদের অবশ্যই এর চেয়ে কম রেটে কাঁচা চামড়া কিনতে হবে। কারণ মাঝারি আকারের একটি গরুর চামড়া সংরক্ষণে আট থেকে ৯ কেজি লবণ লাগে। এর সঙ্গে লেবার কস্ট, গোডাউন ভাড়া আছে।’
টিপু সুলতান আরও বলেন, ‘কোরবানির গরুর চামড়ার দাম সাইজের ওপর নির্ভর করে। এক লাখ বা তার কম দামের গরুকে ছোট সাইজ বলা যায়। এসব গরুর চামড়া ২০-২২ বর্গফুট হবে। এই আকারের লবণ ছাড়া কাঁচা চামড়া ৫০০ টাকায় কিনতে হবে। এক লাখের বেশি থেকে দেড় লাখ পর্যন্ত গরু মাঝারি সাইজের। এই আকারের গরুর চামড়ার দাম হবে ৬০০-৭০০ টাকা। আর দুই লাখ বা তার বেশি দামের গরু বড় আকারের। এই গরুর চামড়ার দাম ৮০০-১০০০ টাকা।’