টাঙ্গাইল পুলিশ লাইন্সে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ জামাত শুরু হয়।
এ সময় নামাজ আদায় করেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। টাঙ্গাইল জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিএনআই চিফ, জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি ও দেশবাসীর সুখ-শান্তি, সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে টাঙ্গাইলের পুলিশ সুপার সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।