আন্তর্জাতিক সংস্থার সদস্য হওয়া দেশের জন্য গর্বের : হানিফ
ব্রিকসে যোগদান প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আন্তর্জাতিকভাবে যেকোনো সংস্থার সদস্য হওয়াটা দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ব্রিকসের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে। এমন সংবাদে বিএনপি ঈর্ষান্বিত হচ্ছে।’
আজ শনিবার (১ জুলাই) কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, ‘নির্বাচন যথাসময়েই হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর।’ আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও প্রত্যাশা করেন তিনি। এ সময় নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সবধরনের সহায়তা করারও প্রতিশ্রুতি দেন হানিফ।
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘নির্বাচন অবাধ সুষ্ঠু হচ্ছে কি না বিদেশি বন্ধুরা যদি পর্যবেক্ষণ করতে চায় তবে তারা আসতে পারেন। যত সংখ্যক পর্যবেক্ষক আসতে চান, তারা আসতে পারেন, এমনকি প্রতিটি কেন্দ্রেও তারা পর্যবেক্ষণ করতে পারেন।’