পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে মাংস উপহার
‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি’-এই প্রবাদটি যেমন সত্য, ঠিক তেমনই সত্য অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ঈদ এলেও আসে না ঈদের আনন্দ ৷
২০২০ সালের ৩০ মার্চ যাত্রা শুরু করা রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন এবারের ঈদে গরু কোরবানি করে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে অসহায় ছিন্নমূল মানুষদের সঙ্গে ৷
ঈদুল আজহার দ্বিতীয় দিনে পশু জবাই করে সমস্ত মাংস প্রায় ২০০ জন অসহায়ের মাঝে বিতরণ করেছে সংগঠনটি৷ সংগঠনটি ঢাকার ধানমণ্ডি, সোবহানবাগ ও শুক্রাবাদ এলাকায় নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে গরুর গোশত বিতরণ করেছে।
ফাউন্ডেশনের জাতীয়, আন্তর্জাতিক ও উপদেষ্টা কমিটির সদস্য এবং কিছু মানবতার ফেরিওয়ালার অর্থায়নে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আইনাল আহমেদ।
তিন বছরের বেশি সময় ধরে অসহায় ছিন্নমূল মানুষদের নিয়ে কাজ করে আসা রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন নিয়মিত খাদ্য সহায়তার পাশাপাশি, চিকিৎসা সরঞ্জাম উপহার, বাজার সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে থাকে।
ইতোমধ্যে প্রতিষ্ঠার ৩ বছরে সরকারের নিবন্ধন নিয়ে বাংলাদেশের ১৬টি জেলায় স্বেচ্ছাসেবক টিম তৈরি হয়েছে। পথশিশুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে নিজস্ব একটি আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনায় কাজ করে যাচ্ছে রোডচাইল্ড শেল্টারহোম ফাউন্ডেশন।