ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা : রাজধানীতে গ্রেপ্তার ৪
ঢাকার ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার (১ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের (তেজগাঁও বিভাগ) উপকমিশনার মো. গোলাম সবুর বলেন, ‘আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে একজন হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
শনিবার ভোরে ঢাকার ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে দুর্বৃত্তদের একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হন তেজগাঁও ট্রাফিক বিভাগের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার (৪৫)। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।