রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার (২ জুলাই) দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন–আব্দুল মালেক (৫০), সাইফুল (৩১) ও ফয়সাল (২৫)। র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত তিনজনই মাদক কারবারি ও জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।’
আটককৃতদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান র্যাব-১০ এর অধিনায়ক। এ ছাড়া আদালত সূত্রে জানা গেছে, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।