অভিনব কায়দায় ছোঁ মেরে চলছে ছিনতাই, গ্রেপ্তার ৮
রাজধানীতে পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য হলেন—মো. সুমন শেখ (৩০), মো. আব্দুল মতিন (৩০), মো. নয়ন (২৩), মো. বাবুল (২৮) ও মো. ইমরান সরদার (১৯)। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন– শাহিন (২৬), ইব্রাহিম মিয়া (৩৮) ও রুবেল প্রকাশ লালাপো (২৫)।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন গণপরিবহণের যাত্রীদের টার্গেট করত। বিশেষ করে জানালার পাশে বসা যাত্রীরাই তাদের মূল টার্গেট। তাদের হাতে থাকা মোবাইল, মানিব্যাগ বা ঘড়ি মুহূর্তেই ছোঁ মেরে নিয়ে যায় তারা।
এ সময় কেউ বাধা দিতে চাইলে চাকু দিয়ে তার হাতে পোঁচ দেয় তারা। তাদের এমন আঘাতে অনেকেই আহত হয়েছেন।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষার জন্য সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা রাস্তায় মলত্যাগ করে এবং তা নিজেদের গায়ে মেখে ফেলে ও আশেপাশে ছুঁড়ে মারে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসীন বলেন, ‘সোমবার সন্ধ্যায় একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তারা মলত্যাগ করে পালানোর চেষ্টা করে।’
গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে পাঁচটি, মতিন ও নয়নের বিরুদ্ধে তিনটি করে মামলা চলমান বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।