ভারী বৃষ্টি ও উজানের ঢলে নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত
কয়েক দিন ধরে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস, সোমেশ্বরী, ধনু ও উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনা সদর, কলমাকান্দা, বারহাট্টা ও আটপাড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জেলার কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চলের বাড়িঘর, রাস্তাঘাট, বীজতলা পানিতে তলিয়ে গেছে। এছাড়াও কালাকোনা, জীবনপুর, গোয়াতলা, কৈলাটি, আমবাড়ি সুনইসহ বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। ওই এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, বারহাট্টা ও আটপাড়ার নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হচ্ছে।
নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, আমি সরেজমিনে ঘুরে দেখেছি। নদীর পানি বৃদ্ধির কারণে কিছু কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তাদের মাঝে কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। তবে এখনও আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ হয়নি।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে। কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’