হজে গিয়ে এ বছর ৫৯ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন নারী এবং ৪৭ জন পুরুষ। আর একদিনেই হিট স্ট্রোকে সাত বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বেশিরভাগই হাজি মারা গেছেন মক্কায়।
আজ মঙ্গলবার (৪ জুলাই) হজ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য জানা গেছে।
গত ২৮ জুন সৌদি আরবে পবিত্র হজ পালন করা হয়। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা ও দাফন করা হয় জান্নাতুল বাকি কবরস্থানে। জেদ্দায় মারা গেলে সেখানকার কবরস্থানে দাফন করা হয়।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজে মারা গেলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি, নিহতের স্বজনদের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
২০২৩ সালের হজে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান। আর সৌদি এয়ারলাইন্সের ১১৩ ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ হাজী সৌদি আরবে যান। ৫৩ ফ্লাইটে করে ২০ হাজার ২৩৬ হাজী সৌদিতে নিয়েছে ফ্লাইনাস এয়ারলাইন্স।