বিদেশিদের কাছে কল্পকাহিনী তুলে দেশে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে : নৌপরিবহণ প্রতিমন্ত্রী
বিদেশিদের কাছে কল্পকাহিনী বলে দেশে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার (৪ জুলাই) দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা অনেকেরই পছন্দ নয়। অনেকেই আজকে দেশকে টেনে ধরার চেষ্টা করছে। আজকে বিদেশিদের কাছে মিথ্যে কল্পকাহিনী তৈরি করে বাংলাদেশে একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জঙ্গিবাদ দমন করেছি, আজকে বিদেশিরা সেটি বুঝতে পেরেছে। এজন্য জঙ্গিবাদের উসকানিদাতারা দেশের বিরুদ্ধে কথা বলে। তাদের মনে কষ্ট, কেন শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের মতো আর কোনো জঙ্গি সৃষ্টি হয় না।’
নোবেলজয়ী ড. ইউনুসের প্রসঙ্গ টেনে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘একটা সময় বাংলাদেশের দারিদ্র্য বিক্রি করেছিল গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনুস। বাংলাদেশের মানুষ খেতে পারে না, চলতে পারে না, দারিদ্র্য, বানভাসী, নদী ভাঙন এসব বিক্রি করে বিদেশি অর্থ নিয়ে এসে তিনি শান্তি পুরস্কার পেয়েছেন। তবে, এতে দেশের মানুষের শান্তি আসেনি। বাংলাদেশের মানুষের শান্তি এবং অগ্রগতি সাধিত হয়েছে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দেশ পরিচালনার করার জন্য এবং সেটির রূপকার হচ্ছেন শেখ হাসিনা।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের জন্য দেশপ্রেমিক সরকার দরকার। আর এই দেশপ্রেমিক সরকার হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচন আসছে। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে যদি দেশ পরিচালিত হয় তাহলে ২০৩৫ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট দেশে পরিণত হবে। শেখ হাসিনার দেশপ্রেম আছে, দেশ পরিচালনার সাহস আছে, দূরদর্শিতা আছে, প্রজ্ঞা আছে এবং তার সেই মেধা আছে। এ ধরনের যোগ্যতা বাংলাদেশের দ্বিতীয় কোনো নেতৃত্বের এখন নেই।’