নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে বিরোধীদলের সঙ্গে সংলাপে রাজি : সালমান রহমান
ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতেই হতে পারে এই নির্বাচন। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে এই নির্বাচন করার দাবি জানিয়ে আসছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। ইস্যুটি নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপ হবে না বলে আগে থেকেই জানিয়ে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জ্যৈষ্ঠ নেতারা।
সেই কথা আজ বুধবার (৫ জুলাই) জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেই তারা সংলাপে রাজি বলে জানিয়েছেন তিনি।
সালমান এফ রহমান বলেন, ‘বিএনপিসহ বিরোধী রাজনৈতিকদলগুলো নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছে। আমাদের উচ্চ আদালত কেয়ারটেকার সরকার বেআইনি ঘোষণা করেছেন। এ বিষয়ে বিরোধীদলের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। তারা (বিএনপি) যদি সংবিধান মেনে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলেই কেবল সংলাপ হতে পারে। দেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচনের জন্য আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের (বিডা) ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে আজ সালমান এফ রহমান এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী নাইজেল হাডলস্টন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া অঞ্চলের উপট্রেড কমিশনার আনা শটবোল্ট, বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক পরিচালক ড্যান পাশা উপস্থিত ছিলেন।
সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ‘আজকের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধিদল দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং বিরোধীদলের সঙ্গে সংলাপ করার জন্য বলেছে। জবাবে আমি তাদের জানিয়েছি, দেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচনের জন্য আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। বিগত সময়ে দেশে অনেকগুলো উপনির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ থেকে প্রমাণিত হয়ে গেছে, আমাদের নির্বাচন কমিশন স্বাধীন। সুন্দরভাবে তারা কাজ করেছে।’
বিরোধীদলের সঙ্গে সংলাপের বিষয়ে সালমান এফ রহমান বলেন, ‘যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে বলেছি, আমরা সংলাপ করতে সব সময় রাজি আছি। তবে, আগে বিরোধী দলকে সংবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে হবে। এরপর নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার মতো বিষয়গুলো নিয়ে কথা বলা যেতে পারে। সে ক্ষেত্রে আমরা সংলাপ করতে রাজি আছি। শুধু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপের সুযোগ নেই, এ কথা আমরা যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে বুঝিয়েছি। তারা সেটা বুঝেছে।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বিরোধী দল এখন বলেছে, তত্ত্বাবধায়ক সরকার না হলে তারা নির্বাচনে আসবে না। কিন্তু, এমনটা হলে আমরা তো কোনো সংলাপ করতে পারি না। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বেআইনি করে দিয়েছে। এরপর আমরা সংবিধান সংশোধন করে ফেলেছি। এখন সেই বিষয়ে সংলাপ করার আর সুযোগ নেই।’