সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বন্দরের নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় ওয়ালটন শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রাজিব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।
এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, একটি অটোরিকশা চুরির ঘটনা নিয়ে বন্দরের নবীগঞ্জের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে রাজিবের সঙ্গে নবীগঞ্জ কদমতলী রূপনগর এলাকার কালাম মিয়ার ছেলে রাতুলের পূর্ব বিরোধ ছিল।
আজ বিকেলে নবীগঞ্জ এলাকায় এ নিয়ে সালিশ বৈঠক বসে। এর একপর্যায়ে রাতুলসহ কয়েকজন সন্ত্রাসী রাজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।