রাজধানীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে বরিশাল থেকে যুবক গ্রেপ্তার
রাজধানীর ধানমণ্ডিতে একটি ভবনের ছাদে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে বরিশালের কোতোয়ালি থানা এলাকা থেকে মাহাদী হাসান জারিফ (২৫) নামে এক যু্বককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (৭ জুলাই) দুপুরে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পারভেজ ইসলাম বলেন, ধানমণ্ডি ৩/এ সড়কের একটি ভবনের ছাদে ওই ধর্ষণের ঘটনা ঘটে। আসামিকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।
পারভেজ ইসলাম বলেন, ‘গ্রেপ্তার মাহাদী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তাকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তার মামার বাসা। বরিশাল থেকে এসে তিনি সেখানে থাকতেন। আর ধানমণ্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াতেন।’
ঘটনার দিনের কথা তুলে ধরে পারভেজ বলেন, গত সোমবার ভুক্তভোগী তরুণী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমণ্ডি লেকে যায়। সে মন খারাপ করে বসে ছিল। এই সময় মাহাদী তাকে টার্গেট করে। ওই তরুণী সহজ সরল হওয়ায় তার ফাঁদে পা দেয়। গ্রেপ্তার মাহাদী তাকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘোরায়। এর একপর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাত তলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে তরুণীকে রেখে তিনি পালিয়ে বরিশাল চলে যান।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরদিন মঙ্গলবার ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ধানমণ্ডি থানায় অজ্ঞাত লোককে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।