মতিঝিল ও বাড্ডায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই থানা নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়েছে। থানাগুলো হলো—বাড্ডা ও মতিঝিল। দুই পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করায় ওই দুই থানা নতুন ওসি পেল।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপির বাড্ডার ওসি মো. আবুল কালাম আজাদকে মতিঝিল থানার ওসি এবং ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে বদলির আদেশপ্রাপ্ত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবদুল কাইউমকে বাড্ডা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে মতিঝিল থানার ওসি মো. মিজানুর রহমানকে গোয়েন্দা-মিরপুর বিভাগ ও সিটি-সাইবার ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামানকে শ্যামপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শের আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক গোয়েন্দা-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।