চট্টগ্রামে অস্ত্রসহ তিন পাহাড়ি যুবক আটক
চট্টগ্রামের চন্দনাইশে তিন পাহাড়ি যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটকরা হলো— পশ্চিম ধোপাছড়ির কিলিরাম ত্রিপুরা, একই এলাকার যেহেল ত্রিপুরা ও বিক্রমপুরা পাড়ার সুভাষ ত্রিপুরা।
আজ রোববার (৯ জুলাই) ভোর রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের দুর্গম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক নলা বন্দুক, ধামা ও চাপাতি উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগের দিন শনিবার বিকেলে পাহাড়ি যুবকদের অপর এক সহযোগিকে একটি লম্বা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ, ছোট ও বড় মিলিয়ে পাঁচটি ছুরি, একটি ধামা, দুটি দা সহ গ্রেপ্তার করা হয়েছিল।
আনোয়ার হোসেন আরও বলেন, দুর্গম এলাকার সুযোগ নিয়ে পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠী অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে গা ঢাকা দিত৷ তাদের ধরতে পুলিশের নজরদারি অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য জানা যাবে।