করোনায় আরও ৬৭ জন শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে আরও ৬৭ জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ১৬১ জনে। এ পর্যন্ত করোনায় মারা গেছে ২৯ হাজার ৪৬২ জন।
আজ রোববার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ সাত হাজার ৯৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় এবক হাজার ৭২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এক হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের পাঁচ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।