শিলাইদহে শোভা পাচ্ছে গগন হরকরার ম্যুরাল
‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে’ গানটির গীতিকার ও সুরকার গগন হরকরার (গগন চন্দ্র দাম) ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে কুঠিবাড়ি সংলগ্ন বেলগাছি মোড়ে এ ম্যুরাল উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে গগন হরকরার এ ম্যুরাল উদ্বোধন করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ।
গগন হরকরার এ ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে সেলিম আলতাব জর্জ বলেন, “‘আমি কোথায় পাব তা রে’ গগন হরকরার এই গানের সুরে জাতীয় সঙ্গীতের সুর করা হয়েছে। এ ছাড়া গগন হরকরা ঝড়বৃষ্টি ও রাতের অন্ধকার উপেক্ষা করে চিঠি বিলি করে দায়িত্বের প্রতি অবিচল থাকার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর দায়িত্ববোধ ও দেশপ্রেম এই প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে গগন হরকরার ম্যুরাল নির্মাণ করা হয়েছে। এ ছাড়া তাঁর স্মৃতি রক্ষা এবং জাতীয়ভাবে তাঁকে নিয়ে যা যা করা দরকার তা করা হবে।’
এ সময় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল, কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেকসহ এলাকাবাসী ও সংস্কৃতিপ্রেমি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে কুমারখালী উপজেলা অডিটরিয়ামে অসহায় ৬৮ জন ক্যানসার আক্রান্ত রোগীর প্রত্যেককে চিকিৎসা অনুদানের ৫০ হাজার টাকার করে চেক তুলে দেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ। চিকিৎসার জন্য সমাজসেবার অনুদানের ৫০ হাজার টাকার চেক গ্রহণ করে ক্যানসার আক্রান্ত নারী ও শিশু রোগীরা বাঁচার স্বপ্নে আনন্দিত হয়ে ওঠেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।