জনগণের ভাগ্যোন্নয়নে হয়ে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী
জনগণের ভাগ্যোন্নয়নে সরকার সংকল্পবদ্ধ হয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় রাস্তার এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, ‘দেশের জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কাজ করছেন। তার নেতৃত্বে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। বিরোধী জোট উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে, বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের জনগণ তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে।’
মন্ত্রী বলেন, ‘চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তার দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনা মতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতারও শেখ হাসিনার প্রশংসা করছেন।’
আন্দোলনরত বিরোধীদলগুলোর উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, ‘আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যাদের সমর্থন দেবে, তারাই দেশ পরিচালনা করবে। তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।’