ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ, নারায়ণগঞ্জ থেকে বাস চলাচল স্বাভাবিক
ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ-লিংকরোড, সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং সিলেট মহাসড়কের কাচপুর থেকে ঢাকামুখী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ বুধবার (১২ জুলাই) ভোর থেকে এসব মহাসড়কে উত্তর-দক্ষিণাঞ্চল ও অফিসগামী বাস চলাচল করতে দেখা গেছে।
তবে, সমাবেশে যেতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাধা ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এই বিএনপি নেতারা বলেন, ‘ঢাকায় সমাবেশে যাওয়ার জন্য দুদিন আগে থেকেই বাস রিজার্ভ করা হয়। কিন্তু, পরিবহণ মালিকদের আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়া থেকে বিরত থাকতে হুমকি দেয়। পরে বুকিং দেওয়া বাসের টাকা ফেরত দিয়েছেন পরিবহণ মালিকরা। এছাড়া, গতকাল (মঙ্গলবার) দিনগত রাত থেকে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে গ্রেপ্তার এড়িয়ে যে যার মতো ভেঙে ভেঙে যেন সমাবেশস্থলে পৌঁছায়।’