বাকৃবির নতুন ভিসি ড. এমদাদুল হক চৌধুরী
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। আজ বুধবার (১২ জুলাই) থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয় পিআরও শাখা থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
ড. এমদাদুল হক চৌধুরী আওয়ামী শিক্ষক প্যানেল সমর্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের নির্বাচনে নির্বাচিত সদস্য এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু পরিষদ, বাকৃবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদ থেকে কৃতিত্বের সঙ্গে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান) এবং সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে মাস্টার অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। পরে ১৯৯৯ সালে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জুরিখ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং ২০০১-২০০২ সালে জাপান থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।
ড. এমদাদুল হক চৌধুরী ফরিদপুর জেলার সদরপুর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ড. এমদাদুল হক চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের আহ্ববায়ক, নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান, খাদ্য নিরাপত্তা ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউটে সমন্বয়কারী হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। নিরাপদ পশু প্রোটিন উৎপাদনের জন্য প্রান্তিক কৃষকদের সেবায় নিয়োজিত যা সারা দেশে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক হিসেবে প্রাণিসম্পদ বিভাগ (ডিএলএস) দ্বারা পরিচালিত হচ্ছে। ছাই থেকে জৈব স্যানিটাইজার এবং গবাদি পশুর রোগ নির্ণয়ের নানা পদ্ধতিও তিনি তৈরি করেছেন।