দুই সিটির মেয়রের পদত্যাগ দাবি ড্যাবের
সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ দাবি করেছেন। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ দাবি করেন তিনি। এ সময় সংগঠনের মহাসচিব আব্দুস সালামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ডা. হারুন আল রশিদ বলেন, ‘সরকারের চরম অব্যবস্থাপনায় দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। সবচেয়ে বেশি পরিস্থিতির অবনতি হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনে। ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ দাবি করছি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহাসচিব আব্দুস সালাম বলেন, ‘ডেঙ্গু সব জায়গায় একবারে ছড়ায় না, কোনো কোনো অঞ্চলে এর প্রাদুর্ভাব বেশি থাকে। সময় মতো শুরুর দিকের ক্লাস্টারগুলোতে ডেঙ্গু দমনের যথাযথ পদক্ষেপ নিলে সারা শহর বা সারা দেশে সহজে ছড়াতে পারে না।’
আব্দুস সালাম বলেন, ‘কাজেই এডিস মশা নিয়ন্ত্রণে সারা বছর নিয়মিত কাজের পাশাপাশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ঠিকানার মাধ্যমে এ ধরনের ডেঙ্গু ক্লাসটারগুলো শনাক্ত করে এডিস মশা নিয়ন্ত্রণে বাড়তি গুরুত্ব দেওয়া জরুরি।’
ড্যাব মহাসচিব বলেন, ‘অবিলম্বে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করতে হবে। চিকিৎসক-নার্স সংকট মোকাবিলার জন্য নার্সিং ইন্সটিটিউট ও মেডিকেল কলেজগুলোর ছাত্রছাত্রীদের কাজে লাগানো যেতে পারে। ডেঙ্গুতে শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি অল্পতেই মারাত্মক আকার ধারণ করে বিধায় শিশুদের জন্য প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এর জন্য ঢাকা শহরে কয়েকটি ফিল্ড হাসপাতাল তৈরি করা যেতে পারে।’
আব্দুস সালাম বলেন, ‘আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মুহূর্ত থেকেই সারা দেশে এডিস মশার লার্ভা শনাক্ত এবং ধ্বংসের উদ্যোগ নিতে হবে। ডেঙ্গু পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সারা দেশে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এডিস মশা নিয়ন্ত্রণ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পরিস্থিতি মোকাবিলায় দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি করে তাদের পরামর্শ মোতাবেক পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’