চা বিক্রেতা সেজে পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার
চা বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে ইয়াবা কারবারের সিন্ডিকেট পরিচালনার অভিযোগে এ চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজধানীর মিরপুর ও গাবতলী এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৪১ হাজার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএনসির (ঢাকা মেট্রো-উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের একটি দল জানতে পারে যে, চা-বিক্রির আড়ালে বড় একটি ইয়াবা কারবারি সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে মূল হোতাসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শুক্রবার (১৪ জুলাই) দুপুরে তেজগাঁওয়ের ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মো. মেহেদী হাসান।