ডেঙ্গুতে আট মৃত্যুর দিনে আক্রান্ত ১৫৮৯
দিন গড়ালেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারিও। প্রতিদিনই ভাঙছে মৃত্যু বা শনাক্তের রেকর্ড। গত শনিবার আক্রান্তের রেকর্ড ভেঙেছিল। আর আজ সোমবার (১৭ জুলাই) ভাঙল মৃত্যুর রেকর্ড।
চলতি বছরে কয়েক দফা রেকর্ড ভেঙে গত একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সব থেকে বেশি মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজন মারা গেছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। নতুন করে মারা যাওয়াদের মধ্যে পাঁচজনই ঢাকা মহানগরের। আর ঢাকার বাইরের তিনজন।
একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৮৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের ৭৪২ জন রয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বর্তমানে দেশে সর্বমোট পাঁচ হাজার ৪৪১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৩৪৭ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৯৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২২ হাজার ৪৬৭ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৬৯৭ এবং ঢাকার বাইরে সাত হাজার ৭৭০ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ১৬ হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ১১ হাজার ২৬৩ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৬৪৯ জন রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে।