জেপি নেতা সালাম হত্যা মামলার প্রতিবেদন ২০ আগস্ট
জাতীয় পার্টির (জেপি) নেতা আবদুস সালাম বাহাদুর (৫২) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আগামী ২০ আগস্ট ধার্য করেছেন আদালত। আজ সোমবার (১৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই দিন ধার্য করেন। এদিন আদালতে মামলার এজাহার এলে আদালত তা গ্রহণ করে তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, গত ১৫ জুলাই দিবাগত রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে আবদুস সালাম বাহাদুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল রোববার নিহতের ছোট ভাই আব্দুল করিম খলিফা বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
পেশায় ঠিকাদার আবদুস সালাম বাহাদুর জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক বলে জানা গেছে। ধানমণ্ডির ২৭ নম্বর সড়কে তার বাসা। গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে।