সাহেদের বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এদিন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী সাক্ষ্য দেন। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে। এরপর আদালত আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৫ জুলাই দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ৫ নভেম্বর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসেব জমা দিতে সাহেদকে নোটিশ দিয়েছিল দুদক। তবে, নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় তাকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। এরপরও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানের পর সাহেদের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে গত বছরের ২ ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক।
গত বছরের ১৭ এপ্রিল মামলা থেকে আসামি সাহেদ অব্যাহতির আবেদন করেন। সেই আবেদন বিচারক খারিজ করে মামলা বিচারের জন্য দিন ধার্য করেন।