বিএনপি ও সমমনা সরকারবিরোধীদের পদযাত্রা আজ
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি আজ মঙ্গলবার (১৮ জুলাই) পালন করবে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক জোট ও সমমনা দলগুলো।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টি, গণফোরাম, গণঅধিকার পরিষদ (নুর), গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) পদ যাত্রা করবে। নিজ নিজ দল এবং জোটের ব্যানার এ পদযাত্রা কর্মসূচি পালন করবে তারা।
গাবতলী থেকে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে গাবতলীর এস এ খালেক বাস স্টেশনের সামনে থেকে এ পদযাত্রা শুরু হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসিবে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আনিমুল হক।
যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর ১২ নম্বর থেকে বেলা ১১ টায় শুরু হবে। এতে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ যোগ দেবেন। এ ছাড়া ১২ দলীয় জোট দুপুর আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করবে।
জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত, গণফোরাম বেলা ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিক থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত, গণঅধিকার পরিষদ (নুর) বিকাল ৪টায় পুরানা পল্টন কালভার্ট রোড দলীয় অফিস সামনে থেকে, এলডিপি সকাল ১১টায় কারওয়ানবাজার এফডিসি সংলগ্ন অফিস সামনে থেকে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, লেবার পার্টি সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে টিকাটুলি মোড় থেকে পদযাত্রা করবে।
গণতান্ত্রিক বাম ঐক্য জোট সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ হয়ে ধানমণ্ডি এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সকাল ১১টা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবে।
বিএনপির সমাপনী স্থান রায় সাহেব বাজার মোড়ে বক্তব্য দেবেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।